২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধু

-

একটি নদী যদি দু-হাত দিয়ে
শাখা প্রশাখাকে ডেকে আনে
তবে তা সমুদ্র হয়ে যায় ।

একটি মানুষ যখন
দুহাত দিয়ে অজস্র মানুষকে
বুকে টেনে নেয়
তখন তা বৃষ্টি হয়ে নামে ।

সমুদ্র ও বৃষ্টি যেদিন হাত ধরাধরি করে
বাঁধের ওপর দিয়ে এগোতে থাকে
এ ওর কাঁধে মাথা রাখে
রাত্রি হলে ছাতা খুলে আড়াল করতে চায় মানুষের পাপ
তখন তোমার কথা আমার খুব মনে পড়ে
তোমার মেলে দেওয়া কোটের পকেটে
গুটিসুটি মেরে ঢুকে যেতে ইচ্ছা করে শুয়োপোকার মতো
দূরে দেখতে পাই অজস্র মেয়ে তাকিয়ে আছে
তোমার ভরসায় ।
আমার ঘুম আসে, শান্তির ঘুম ।

নদী আর মানুষ
আমার ছোটবেলাকার চেনা
যারা পরস্পরকে ভয় পায়,
তুমি তাদের মেলাতে চেয়েছিলে একদিন ।

আমরাও তোমার শেখানো পথে
ক্রমাগত জুড়েই চলেছি ।


আরো সংবাদ



premium cement