১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পতঙ্গ

-

কত প্রেম নিভে থাকে
জ্বলেনা, ভেজা দেশলাইয়ের মত
অভিশাপ বুকে করে
ডুবে যায়, ডুবে ডুবে যায়

গভীর ভালবাসাও
দুপ করে পড়ে, মরে যায়
মনে প্রেমের আগুন নিয়ে
একা একপতঙ্গ
ঝাঁপ দেয় তুচ্ছ আগুনে।

সব ফুরিয়ে যায়, শুধু শুধু
হ্যাজাকের আলোতে শোক, বিলাপ।
দুরে কোথাও
চিতা জ্বলছে, জোনাকি জ্বলছে
কবর খোঁড়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement