২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কারিগরি শিক্ষা অধিদফতরে ৪০৭ জন নিয়োগ

-

কারিগরি শিক্ষা অধিদফতর ও অধিদফতরাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী রাজস্ব খাতের শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ৫ অক্টোবর ২০১৯, সন্ধ্যা ৬টা পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : ফার্মাসিস্ট।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানসহ ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফার্মেসি কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : ড্রাফটসম্যান।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান; কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : হিসাব রক্ষক।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান। কম্পিউটার টাইপিংয়ে গতি সর্বনি¤œ প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : লাইব্রেরিয়ান।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : ক্রাফট ইন্সট্রাক্টর (সপ)। (সিভিল-০২, ইলেকট্রিক্যাল-০৬, মেকানিক্যাল -১৪, পাওয়ার ০৪, অটোমোবাইল-০৩, ইলেকট্রনিক্স-০১, গ্লাস-০১)
পদের সংখ্যা : ৩১টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোক) উত্তীর্ণ বা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক) বা দাখিলসহ (ভোক) সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা বা এইচএসসি (বিজ্ঞান) বা সমমানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা, এসএসসি বা সমমানসহ ২ বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : ক্রাফট ইন্সট্রাক্টর (টিআর/ ইলেকট্রনিক্স/ টেক)। (সিভিল-০৩, মেকানিক্যাল-০৯, পাওয়ার-১১, অটোমোবাইল-০২, ইলেকট্রনিক্স-০২)
পদের সংখ্যা : ২৭টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোক) উত্তীর্ণ বা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক) বা দাখিলসহ (ভোক) সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা বা এইচএসসি (বিজ্ঞান) বা সমমানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা বা এসএসসি বা সমমানসহ অন্যূন ২ বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : ড্রাইভার (হেভি/লাইট)।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরগাড়ি চালনায় অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-(হেভি)।
৯৩০০-২২৪৯০/- (লাইট)।
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৩৫টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। কম্পিউটার এপটিচিউট টেস্টে উত্তীর্ণ। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০টি শব্দ ও ইংরেজিতে ২৮টি শব্দের গতি।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : হিসাব সহকারী।
পদের সংখ্যা : ২২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য বা ব্যবসায় ব্যবস্থাপনা) বা ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ক্যাশিয়ার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য বা ব্যবসায় ব্যবস্থাপনা) বা ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : সহকারী লাইব্রেরিয়ান।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট ডিগ্রি।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট ডিগ্রি।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
উপরি উক্ত ১ নম্বর থেকে ১৫ নম্বর ক্রমিক পর্যন্ত পদে জেলা কোটায় যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : ইলেকট্রিশিয়ান।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা এসএসসি (ভোক) বা সমমানসহ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট বা ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি-সার্টিফিকেট প্রাপ্ত।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
পদের নাম : স্কিল্ডম্যান।
পদের সংখ্যা : ১৪টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানসহ। সিরামিক ট্রেডে বেসিক স্কিল্ড পাসসহ ২ বছরের অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক) পাসসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : ল্যাবরেটরি বেয়ারার।
পদের সংখ্যা : ০১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি (বিজ্ঞান) বা এসএসসি (ভোক) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : বুক সর্টার।
পদের সংখ্যা : ১৭টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১৮৭টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : গার্ডেনার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : স্টোর খালাসী/ওয়ার্কসপ খালাসী।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত ১৬ নম্বর থেকে ২৩ নম্বর ক্রমিক পর্যন্ত পদে জেলা কোটায় যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : দিনাজপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সব পদে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
অনলাইনে আবেদনপত্র পূরণ করা : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা যঃঃঢ়://ফঃব.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ৫ অক্টোবর ২০১৯, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীগণ ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঙহষরহব আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ঢ প্রস্থ ৮০ ঢ়রীবষ) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ঢ প্রস্থ ৩০০ ঢ়রীবষ) স্ক্যান করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন।
ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : ঙহষরহব-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি এবং ংরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং পড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ'ং পড়ঢ়ু প্রার্থী প্রিন্ট অথবা উড়হিষড়ধফ করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং কপিতে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যে কোনো ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বরের মাধ্যমে ২টি ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং-১ থেকে ১৫ নম্বর পর্যন্ত ১০০ টাকা এবং ক্রমিক নং-১৬ থেকে ২৩ পর্যন্ত ৫০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ফঃব.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) জানানো হবে। ঝগঝ-এ প্রেরিত টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।


আরো সংবাদ



premium cement