১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

মেহমানের বেশি দিন অবস্থান না করা
আবু শুরায়হ আল-কাবি রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ও আখিরাতের ওপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথায় নীরব থাকে। যে ব্যক্তি আল্লাহর ওপর ও আখিরাতের ওপর ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। তার বিশেষ মেহমানদারি হচ্ছে এক দিন এক রাত, আর স্বাভাবিক মেহমানদারি হচ্ছে তিন দিন। তার অতিরিক্ত যা করা হবে তা বদান্যতারূপে গণ্য হবে। আর মেহমানের পক্ষে মেজবানের বাড়িতে এত বেশি দিন অবস্থান করা উচিত নয় যাতে সে অসুবিধা বোধ করে।
-আহমাদ, তাহাবি, আদাবুল মুফরাদ-৭৪৮


আরো সংবাদ



premium cement