১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তি আপনজনকে একটি নির্দিষ্ট মসজিদে কিছু দান করতে বলেছে, তাহলে এই দান কি করা যাবে? (যদি করা যায়) এই দান কি ওই নির্দিষ্ট মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে বা অন্য কোথায় দান করা যাবে? এই দানের সাথে মৃত ব্যক্তির কী সম্পর্ক হতে পারে? আর এই স্বপ্নের অর্থ কী? মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে কিছু আদেশ-নিষেধ করলে কি পালন করা যায়?
উত্তর : স্বপ্ন নিয়ে একটুও মাথা ঘামাবেন না। স্বপ্নের অর্থও খুঁজতে যাবেন না। স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তির আদেশ-নিষেধ এগুলো মূলত কিছুই না। আপনি চাইলে কোনো মসজিদে দান করতে পারেন। আপনি স্বপ্নে যে মসজিদ দেখেছেন সেখানেও দান করতে পারেন। দান না করলেও কোনো সমস্যা নেই।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement