১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

কেবল জুমার দিন সিয়াম (রোজা) পালন করা মাকরুহ
আবু কুরায়ব রহ: আবু হুরায়রা রা: থেকে বর্ণনা করেন- নবী সা: বলেছেন, ‘তোমরা রাতগুলোর মধ্যে কেবল জুমার রাতকে জাগরণের (নৈশ ইবাদতের) জন্য নির্দিষ্ট করে নিও না, আর দিনগুলোর মধ্যে শুধু জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নিও না। তবে যদি তোমাদের কেউ সর্বদা (নফল) সিয়াম (রোজা) পালন করে আর এ সিয়ামের (ধারাবাহিকতার) মধ্যে জুমার দিন এসে যায় তাহলে ভিন্ন কথা। অর্থাৎ সে ওই দিন (নফল) সিয়াম পালন করতে পারে।
-ইসলামিক ফাউন্ডেশন-২৫৫১, ইসলামিক সেন্টার-২৫৫০


আরো সংবাদ



premium cement