১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : মোবাইল দেখে কুরআন মাজিদ পাঠ করলে কি সওয়াব পাওয়া যাবে?
উত্তর : মোবাইলের স্ক্রিনে যখন কুরআন মাজিদের আয়াতসমূহ ভেসে ওঠে, তখন তা লিখিত কুরআন মাজিদেরই বিধান ধারণ করে। অতএব কাগজের পৃষ্ঠায় লিখিত কুরআন মাজিদের মতোই তা দেখে পাঠ করলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে। কুরআন মাজিদ মুখস্থ পাঠের চেয়ে দেখে পাঠ করার সওয়াব বেশি বলে ইরশাদ করেছেন আল্লাহর রাসূল সা:। কারণ দেখে পাঠ করলে মনোযোগ ও একাগ্রতা বেশি হয়। মোবাইলের স্ক্রিনে দেখে পাঠ করলে সওয়াব কম পাওয়ার যুক্তি নেই। একই কারণে কাগজে কুরআন মাজিদের সম্পূর্ণ বা অংশবিশেষ লিখিত থাকলে যেমন বিনা অজুুতে তা স্পর্শ করা যায় না এবং অপবিত্র স্থানে ও পরিবেশে তা সাথে নিয়ে যাওয়া নিষেধ, তেমনি মোবাইলের পর্দায় যখন কুরআন মাজিদের অংশবিশেষ ভেসে ওঠে, তখন তা-ও একই বিধানের আওতায় পড়বে।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement