১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

যে রাত হাজার মাসের চেয়ে উত্তম
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমাদের জন্য রমজানের বরকতময় রাত এসেছে। এ মাসে সওম রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং বন্ধ করে দেয়া হয় জাহান্নামের সব দরজা। এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে বন্দী করা হয়। এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো; সে অবশ্যই অবশ্যই প্রত্যেক কল্যাণ থেকেই বঞ্চিত হলো।’
-আহমাদ-৭১৪৮, নাসায়ি-২১০৬, মিশকাতুল মাসাবিহ-১৯৬২


আরো সংবাদ



premium cement