১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাঁত আল্লাহর অমূল্য সম্পদ

-

দাঁত মহান আল্লাহর দেয়া এক অমূল্য সম্পদ। দাঁত আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, তা ব্যক্তিমাত্রই উপলব্ধি করবেন। যারা বৃদ্ধ বয়সে দাঁত খুইয়েছেন অথবা যাদের রুগ্ন দাঁত রাত-দিন চব্বিশ ঘণ্টা যন্ত্রণা দেয়, তারা বিশেষভাবে এ অমূল্য রত্নকে চিনে থাকবেন। এ জন্যই হাদিস শরিফে মিসওয়াক করাকে সুন্নত হিসেবে অভিহিত করা হয়েছে। নিয়মিত মিসওয়াক করলে ঝকঝকে তকতকে মনকাড়া হাসি আর অনাবিল সুখ পাওয়া যায়। দাঁত যেহেতু অতি মূল্যবান তাই দাঁত সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। মহান আল্লাহ তায়ালার সৃষ্টি কৌশলের অনন্য নিদর্শন হলো দাঁত। এর সৃষ্টি কৌশল সম্পর্কে গবেষণা করলে অবাক হতে হয়। সামনের দাঁতগুলোর আগা পাতলা ও ধারালো। এগুলোর সাহায্যে খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট টুকরো করে পাশের চওড়া দাঁতগুলোর দিকে পৌঁছে দেয়া হয়। চওড়া দাঁত কাটা টুকরোগুলোকে চিবিয়ে জিহ্বার সাহায্যে পাকস্থলীতে চালান করে দেয়। হজমের সুবিধার জন্যই মূলত এ ব্যবস্থা।
লেখক : সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, কশবামাজাইল, পাংশা, রাজবাড়ী।

 


আরো সংবাদ



premium cement