১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমার বয়স ২৫ বছর, আমি ছোটবেলা থেকে পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা ও মায়ের স্বামী-স্ত্রীর মতো সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্ক নেই। কোনো দিন কিংবা কোনো একটা সময় দেখিনি যে, তারা স্বাভাবিকভাবে কথা বলেছেন, সবসময় ঝগড়াবিবাদ লেগেই আছে। তারা দু’জনই বেশ শিক্ষিত এবং চাকরিজীবী ছিলেন।
আমরা দুই ভাইবোন খুব অতিষ্ঠ এ বিষয়টি নিয়ে। বিশেষ করে যদি বলতে হয়, আমরা তাদের আচার আচরণ, চলাফেরা ও আমাদের প্রতি তাদের ব্যবহার নিয়ে খুব বিরক্ত। সন্তান হিসেবে আমরা অনেক সাফার করি। পড়াশোনার পরিবেশ পাই না। এতদিন স্বাভাবিক মনে হলেও দিন দিন এটি বাড়ছে।

আমার মায়ের ব্যবহার এত বেশি খারাপ হচ্ছে যে, মনে হয় তিনি কষ্ট দিয়ে কথা না বললে আরাম পান না। আমার বাবা ও মায়ের কারণে পরিবারের বাইরে কোনো আত্মীয়ের সাথে আমাদের মেলামেশা নেই। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না; কিন্তু খুব অশান্তির মধ্যে আছি আমরা, ঝগড়া মারামারি সবসময় লেগেই আছে। আমার ভাই চাকরির প্রস্তুতি নিচ্ছে; কিন্তু এগুলোর কারণে তার মানসিক অবস্থাও খারাপ। বাসায় আমাদের পড়াশোনা হয় না। ছোট ছোট বিষয় থেকে অনেক বড় কিছু হয়ে যায়।
জাদুটোনার কারণে কি এসব হতে পারে? যদি হয় তবে সমাধান কী?
কয়েক মাস আগে রাতে সূরা প্লে করে রাখা হচ্ছিল। যেটা নিয়ে আমার মায়ের ঘোর বিরোধিতা আছে; এগুলোর কারণে আরো বেশি মনে হয়।
উত্তর : কিছু মানুষ স্বভাবগতই খারাপ হয়। আপনার মা হয়তো সে রকমই। তাতে আবার চাকরি করেছে। হয়তো নিজের টাকায় চলে, তাই তার আপনার বাবার সাথে ভালো ব্যবহারের প্রয়োজন নেই। আবার দুষ্ট জিন বা জাদুর প্রভাব থাকতে পারে। যাই হোক বাসায় প্রতিদিন সকাল-সন্ধ্যায় কুরআন পাঠ করবেন। আর আপনাদের যে সমস্যা হচ্ছে বিষয়টি আপনার মাকে বলবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করবেন।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement