১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

ঈমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরভেদ
ইসমাইল রহ: ... আবু সাঈদ খুদরি রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে। পরে আল্লাহ তায়ালা (ফেরেশতাদের) বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের জাহান্নাম থেকে বের করা হবে এমন অবস্থায় যে, তারা (পুড়ে) কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের (বর্ণনাকারী মালিক রহ: শব্দ দু’টির কোনটি এ সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন) নদীতে ফেলা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাওনা সেগুলো কেমন হলুদ রঙের ও ঘন হয়ে গজায়? -(বুখারি-২১)


আরো সংবাদ



premium cement