মৃত্যু
- মাহমুদা সিদ্দিকা
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আমরা প্রতি নিয়ত দৌড়ের ওপর আছি। আমাদের প্রতিটি কাজই একসময় শেষ হয়ে যায়। কিন্তু, আমাদের দৌড় থামে না। একের পর এক কাজ বেরিয়ে আসে। এই কাজ কখনো শেষ হবে না। থামবে না আমাদের দৌড়, যতক্ষণ না মৃত্যু এসে হাজির হয়। একমাত্র মৃত্যুই পারবে আমাদের সব চাওয়া পাওয়ার দৌড় থামিয়ে দিতে।
বাস্তব সত্য এই যে, মৃত্যুই একমাত্র সব কাজ থামিয়ে দিতে পারে। যতক্ষণ সুস্থ আছি দুনিয়ার কাজগুলো সুন্দর সুচারুভাবে করার চেষ্টা করি। করতেই থাকি বিরামহীনভাবে। কিন্তু যখন মৃত্যু এসে যায় তখন আর কোনো কাজের প্রয়োজনীয়তা থাকে না। সবই মূল্যহীন হয়ে পড়ে। কাজের প্রতি মায়া মমতা ধ্যান-জ্ঞান কিছুই আর অবশিষ্ট থাকে না। মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয় তখন সবই শূন্য সবই মিথ্যা সৎ আমল ছাড়া।
প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয় (সূরা আলে ইমরান-১৮৫)।
চিরসত্য এই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি? আমলনামায় কী লেখা হচ্ছে? পারছি কি নেকি জমা করতে? নাকি দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে গা ভাসিয়ে দিয়েছি নফসের স্বাধীনতার ওপর? কী হবে আমাদের পরকালে? পাব কি রবের ক্ষমা? তাঁর ক্ষমা পাওয়ার জন্য নিশ্চয়ই কিছু কাজ করতে হবে।
মৃত্যুর জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। আমরা একটি ঘোরের মধ্যে দিন পার করছি। ঘোর কেটে গেলেই দেখব অচিন পরকাল। সেখানে আমাদের কর্মফল আমরা দেখতে পাব। ছোট-বড় সব কথা কাজই লেখা আছে আমলনামায় যা আমাদের নিজের হাতের কামাই। যা দিয়ে নির্ধারিত হবে জান্নাত জাহান্নাম।
আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না (সূরা আল জাসিয়াহ-২৬)।
বুঝি না বা বুঝতে চাই না যে মৃত্যু অতি নিকটে। দুনিয়ার পেছনে চলছে আমাদের অন্তহীন ছুটে চলা। এই ছুটে চলার লাগাম টেনে ধরে সাধ্য কার! মৃত্যুই একমাত্র তা পারে।
দিবা-রাত্রির পরিবর্তনে, আল্লাহ আকাশ থেকে যে রিজিক (বৃষ্টি) বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলি রয়েছে (সূরা আল জাসিয়াহ-৫)।
প্রকৃতির প্রতিটি পরিবর্তনই জানান দেয় সৃষ্টি মরণশীল। সব কাজ তো আমি পারি না। যে কাজ পারি তা দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি। আর মৃত্যুর পরের জীবনের জন্য পাথেয় হিসেবে জমা হয়ে থাকবে আমলনামায় এই আশা করছি। হয়তো বা এই লেখার বিনিময়ে পেয়ে যেতে পারি আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা। তবে কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই প্রত্যেক মুমিনের প্রতিটি ভালো কাজ কবুল করুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা