০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
হাদিসের কথা

আল্লাহকে লজ্জা করার অর্থ

-

আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত- একদা আল্লাহর রাসূল সা: বললেন, ‘তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো।’ সবাই বলল, হে আল্লাহর নবী! আমরা তো... আলহামদুলিল্লাহ... আল্লাহকে লজ্জা করে থাকি।’ তিনি বললেন, ‘না, ঐরূপ নয়, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ এই যে, মাথা ও তার সংযুক্ত অন্যান্য অঙ্গকে (জিভ, চোখ এবং কান) (অবৈধ প্রয়োগ হতে) হিফাজত করবে, পেট ও তার সংশ্লিষ্ট অঙ্গকে (লিঙ্গ, হাত, পা ও হৃদয়) (তাঁর অবাধ্যাচরণ ও হারাম হতে) হিফাজত করবে এবং মরণ ও তার পর হাড় মাটি হয়ে যাওয়ার কথা (সর্বদা) স্মরণে রাখবে। আর যে ব্যক্তি পরকাল (ও তার সুখময় জীবন) পাওয়ার ইচ্ছা রাখে, সে ইহকালের সৌন্দর্য পরিহার করবে। যে ব্যক্তি এ সব কিছু করে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করে।’
- আহমাদ-৩৬৭১, তিরমিজি-২৪৫৮ ও ২০০০

 


আরো সংবাদ



premium cement