২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
হাদিসের কথা

সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়

-

ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা: বলেছেন, ‘নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথনির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে ‘মহাসত্যবাদী’রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে ‘মহামিথ্যাবাদী’রূপে লিপিবদ্ধ করা হয়।
-বুখারি-৬০৯৪, মুসলিম-২৬০৬, তিরমিজি-১৯৭১, রিয়াদুস সালেহিন-১৫৫০


আরো সংবাদ



premium cement

সকল