২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

রিজিকের মতো উত্তম চরিত্র বণ্টন!
আব্দুল্লাহ রা: থেকে বর্ণিত-তিনি বলন, রাসূলুল্লাহ সা: বলেন, আল্লাহ তায়ালা তোমাদের মধ্যে উত্তম চরিত্র বণ্টন করে দিয়েছেন। যেমন তিনি তোমাদের মাঝে রিজিক বণ্টন করে দিয়েছেন। আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিয়ে থাকেন, আবার যাকে অপছন্দ করেন তাকেও দিয়ে থাকেন। (অর্থাৎ, ভালো-মন্দ নির্বিশেষে সবাইকে তিনি পার্থিব সম্পদ দিয়ে থাকেন) আর তিনি ওই ব্যক্তিকেই ঈমান দিয়ে থাকেন যাকে তিনি ভালোবাসেন। যে ব্যক্তি অর্থ-সম্পদ খরচ হওয়ার ভয়ে কৃপণতা করে, দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায় এবং রাতে সফর করতে আশঙ্কা করে তবে সে যেন অধিক হারে পাঠ করে ‘সুবহানাল্লাহ’, ‘ওয়াল হামদুলিল্লাহ’, ‘ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’।
-আস-সহিহাহ-২৭১৪, সিলসিলা সহিহা-৬০


আরো সংবাদ



premium cement