১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

বড় পরীক্ষার বড় প্রতিদান
আনাস রা: থেকে বর্ণিত- আল্লøাহর রাসূল সা: বলেছেন, ‘যখন আল্লøাহ তাঁর বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে তাড়াতাড়ি দুনিয়াতে (পাপের) শাস্তি দিয়ে দেন। আর যখন আল্লাহ তাঁর বান্দার অমঙ্গল চান, তখন তিনি তাকে (শাস্তিদানে) বিরত থাকেন। পরিশেষে কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেবেন।’ নবী সা: আরো বলেন, ‘বড় পরীক্ষার বড় প্রতিদান রয়েছে। আল্লøাহ তায়ালা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তার পরীক্ষা নেন। ফলে তাতে যে সন্তুষ্ট (ধৈর্য) প্রকাশ করবে, তার জন্য (আল্লøাহর) সন্তুষ্টি রয়েছে। আর যে (আল্লøাহর পরীক্ষায়) অসন্তুষ্ট হবে, তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি।’
-মুসলিম-২৩৯৬, ইবনে মাজাহ-৪০৩১,
রিয়াদুস সালেহিন-৪৪


আরো সংবাদ



premium cement