২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমার জানার বিষয় হলো- আমরা যে কাপড়ের মোজা পরি তার ওপর মাসেহ করা বৈধ হবে কি?
উত্তর : মোজা বোঝাতে আরবিতে দু’টি শব্দ রয়েছে : ‘খুফফ’- অর্থাৎ চামড়ার মোজা এবং ‘জাওরাব’ অর্থাৎ কাপড়, পশম ইত্যাদির মোজা। প্রথম প্রকারের মোজার ওপর মাসেহ করার বিষয়টি রাসূল সা: থেকে সন্দেহাতীতভাবে মুতাওয়াতির হাদিসে প্রমাণিত। দ্বিতীয় প্রকারের মোজা তথা কাপড়ের মোজার ওপর রাসূল সা: মাসেহ করেছেন কি না তা সহিহ সূত্রে পাওয়া যায় না। ফলে এ বিষয়ে ইমামদের মাঝে মতবিরোধ পরিলক্ষিত হয়। তবে গ্রহণযোগ্য মত হলো, যদি মোজা মোটা হয়, মজবুত হয়, পায়ের সাথে এঁটে থাকে, চলাচল করার মতো হয় তাহলে আশা করা যায় মাসেহ করা যাবে।
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট

 

 


আরো সংবাদ



premium cement