২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : বাংলা উচ্চারণ দেখে পড়লে কুরআন পড়া হবে কি না?
উত্তর : বাংলা উচ্চারণ দেখে পড়লে কুরআন পড়া তো হবেই না; বরং কুরআন পড়তে গিয়ে ঈমানবিরোধী কথা বলার কারণে ঈমান চলে যেতে পারে। কারণ কুরআন একটি ভাষা, একটি কথা যার উচ্চারণের ভুলত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন- দু’টি হা উচ্চারণে বাংলায় হা বলি বা লিখি। অথচ আরবিতে উভয়ের উচ্চারণস্থল ভিন্ন ভিন্ন। উচ্চারণের এ ভিন্নতার কারণে অর্থের মধ্যেও ব্যাপক পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ, আলহামদু লিল্লাহ বলার সময় যদি হা এর উচ্চরণ কণ্ঠনালীর শুরু থেকে হয় তাহলে আল্লাহকে গালি দেয়া হলো আর যদি উচ্চারণটি কণ্ঠনালীর মাঝখান থেকে হয় তাহলে আল্লাহর প্রশংসা করা হলো। বিষয়টি শুধু এ স্থানের সাথেই সীমাবদ্ধ নয়; বরং কুরআনের প্রত্যেকটি স্থানের সাথেই গভীরভাবে জড়িত। সুতরাং এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কুরআন আরবিতেই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন । যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে বান্দা আন্তরিক হলে আশা করা যায় আল্লাহ মাফ করবেন।
- ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement