২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : কোরবানির পশুর গলায় লাল ফিতা বাঁধা সুন্নতি কাজ কি না? এটি কি সুন্নতি কোনো নিয়ম? না বাঁধলে কোনো সমস্যা? এর বিধান কী, জানতে চাই।

উত্তর : অন্যান্য পশু থেকে কোরবানির পশুকে আলাদা বোঝাতে চিহ্নস্বরূপ মালা ইত্যাদি পরানোর সুযোগ রয়েছে। একটি হাদিসে মালা পরানোর কথা আছে। তবে কোনো রঙের কথা উল্লেখ নেই। তবে না পরালে কোনো সমস্যা নেই। আয়েশা রা: বলেন, আমি নিজ হাতে রাসূলুল্লাহ সা:-এর কোরবানির জন্তুর জন্য হার পাকিয়েছি। তারপর রাসূলুল্লাহ সা: নিজ হাতে তাকে হার পরিয়ে (আমার পিতা) আবু বকর রা:-এর সাথে পাঠিয়েছেন। (বুখারি-২৩১৭)
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement