২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ
আবু সাঈদ রাফে ইবনে মুআল্লা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সা: আমাকে বললেন, ‘মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কি কুরআনের সবচেয়ে বড় (মাহাত্ম্যপূর্ণ) সূরা শিখিয়ে দেবো না?’ এই সাথে তিনি আমার হাত ধরলেন। অতঃপর যখন আমরা বাইরে যাওয়ার ইচ্ছা করলাম, তখন আমি নিবেদন করলাম, ‘ইয়া রাসূলুল্লাহ! আপনি যে আমাকে বললেন, তোমাকে অবশ্যই কুরআনের সবচেয়ে বড় (মাহাত্ম্যপূর্ণ) সূরা শিখিয়ে দেবো?’ সুতরাং তিনি বললেন, ‘(তা হচ্ছে) ‘আলহামদু লিল্লøাহি রাব্বিল আলামিন’ (সূরা ফাতিহা)। এটি হচ্ছে ‘সাবউ মাসানি’ (অর্থাৎ নামাজে বারবার পঠিতব্য সপ্ত আয়াত) এবং মহা কুরআন; যা আমাকে দান করা হয়েছে।’
বুখারি-৪৪৭৪, নাসায়ি-৯১৩, আবু দাউদ-১৪৫৮


আরো সংবাদ



premium cement