২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলি
রিবই ইবনে হিরাশ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, আবু মাসউদ আনসারি রা:-এর সাথে আমি হুজাইফা ইবনে ইয়ামান রা:-এর কাছে গেলাম। আবু মাসউদ তাকে বললেন, ‘দাজ্জাল সম্পর্কে যা আপনি রাসূলুল্লাহ সা: থেকে শুনেছেন, তা আমাকে বর্ণনা করুন।’ তিনি বলতে লাগলেন, ‘দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার সাথে থাকবে পানি ও আগুন। যাকে লোক পানি মনে করবে, বাস্তবে তা দগ্ধকারী আগুন এবং লোকে যাকে আগুন বলে মনে করবে, তা বাস্তবে সুমিষ্ট শীতল পানি হবে। অতএব, তোমাদের মধ্যে যে কেউ তাকে দেখতে পাবে, সে যেন তাতে পতিত হয় যাকে আগুন মনে করে। কেননা, তা বাস্তবে মিষ্ট উত্তম পানি।’ আবু মাসউদ রা: বলেন, এ হাদিসটি আমিও (স্বয়ং) রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছি।
-রিয়াদুসসালেহিন-২/১৮১৮, বুখারি : ৩৪৫০-৩৪৫২, মুসলিম-২৫৬০, নাসায়ি-২০৮০, ইবনে মাজাহ-২৪২০, আহমাদ-২২৭৪২ দারেমি-২৫৪৬


আরো সংবাদ



premium cement