১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

তাহসিন কবির : কোনো নারী কোনো সময় যদি হিজাব পালন না করেন (ক্ষেত্রবিশেষে অল্প কিছু দিন) তাহলে কি গুনাহ হবে? তার বাবা বা স্বামী কি দাইয়ুস গণ্য হবে? যেমনÑ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বা চিকিৎসাকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে।
মাওলানা লিয়াকত আলী : মুসলিম নারীদের জন্য বাইরে বের হওয়ার সময় হিজাব পরিধান করা অপরিহার্য। শরিয়তের এই বিধান পালনে কখনোই শৈথিল্য করা উচিত নয়। বেড়াতে যাওয়া বা চিকিৎসাকেন্দ্রে যাওয়ার সময় এ বিধান পালন করা বরং আরো জরুরি। কেননা, লোক সমাগম বেশি হয়, সেখানে হিজাবের বিধান পালন করা বেশি জরুরি হয়। এ ক্ষেত্রে নারী যেমন নিজে দায়িত্বশীল, তেমনি তার অভিভাবকরা অর্থাৎ বাবা, দাদা, বড় ভাই ও স্বামীও দায়িত্বশীল। তারা বিষয়টি তদারক করবেন এবং প্রয়োজনে হিজাবের সামগ্রী ব্যবস্থা ও পরিবেশ তৈরি করে দেবেন। যদি তারা এই দায়িত্ব পালনে ত্রুটি না করেন, তাহলে তারা দাইয়ুস বা গোনাহগার হবেন না।

 


আরো সংবাদ



premium cement