২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

তানিয়া মারজানা : নামাজ পড়ার সময়ে কাঁদলে (শব্দ ছাড়া) কি নামাজ ভেঙে যাবে?
মাওলানা লিয়াকত আলী : নামাজ ভেঙে যাওয়ার একটি কারণ হলোÑ বিপদে কিংবা যন্ত্রণায় শব্দ করে কাঁদা। দুনিয়াবি কোনো বিপদ-আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যায়। তবে নিঃশব্দে কাঁদলে নামাজ ভঙ্গ হয় না। তেমনি আখিরাতের আজাবের ভয়ে নিঃশব্দে কাঁদলেও নামাজ ভেঙে
যায় না।

 


আরো সংবাদ



premium cement