১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মন পরিবর্তনের শব্দমালা

-

এক. মাঝে মাঝে আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনার নিজের স্মৃতিতে বারবার আসতে পারে। অতীতে ঘটে যাওয়া জিনিসগুলো সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন। আপনি অতীতের ঘটনা থেকে আপনার পাঠ নেয়ার পর, সব গোলমাল তার মতো যেতে দিন! এটিকে সাথে নিয়ে বাস করবেন না। শয়তান সেটাই চায়। তার ইচ্ছার কাছে নিজেকে হস্তান্তর করবেন না। আপনার মনকে কলুষিত করতে দেবেন না তাকে।
দুই. সর্বশক্তিমান। আমাদের হৃদয়কে দৃঢ় রাখুন এবং আমাদের প্রার্থনা ও উপাসনার কাজগুলোতে আমাদের শুধু আপনার জন্য অবিচল রাখুন। আমাদের নম্রতা এবং কোমল হৃদয় দান করুন। এই অনুভূতি যাতে কখনো না আসে যে, আমরা অন্য ব্যক্তির চেয়ে বেশি ধার্মিক। আমাদের অহঙ্কারী হওয়া থেকে রক্ষা করুন এবং আমরা যেন অন্যদের বিচার না করতে বসি। আমাদের মুনাজাত কবুল করুন।


আরো সংবাদ



premium cement