২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

রাফসান বিন ইকরাম : আমি স্বপ্ন দেখেছি যে, আমি আমার পরিবার নিয়ে হজ করতে গেছি। কিন্তু আমি সেখানে গিয়ে কাবা শরিফের দিকে তাকিয়ে অনবরত কাঁদছি। এ স্বপ্নের অর্থ কী?
মাওলানা লিয়াকত আলী : এটি একটি শুভ স্বপ্ন বলে প্রতীয়মান হয়। হজ করার তাওফিক লাভ করা মুমিন জীবনের একটি পরম কামনা। পরিবার নিয়ে হজ করতে যাওয়া আরো শুভ ইঙ্গিত। আর কাবা শরিফের দিকে তাকিয়ে কান্না আসতে পারে আবেগে ও শ্রদ্ধায়। এতে অশুভ কিছু নেই। এখন সবসময় দোয়া করা উচিত যেন শিগগিরই স্বপ্নটি বাস্তবে প্রতিফলিত হয়।


আরো সংবাদ



premium cement