২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাদিসের কথা

-

মিথ্যা পাপাচারের সাথী
রাসূলুল্লাহ সা:-এর ইন্তেকালের পর আবুবকর রা: বললেন, রাসূলুল্লøাহ সা: গত বছর আমার এই জায়গায় দাঁড়িয়েছিলেন। অতঃপর আবুবকর রা: কাঁদলেন। তারপর রাসূলুল্লøাহ সা: বললেন, ‘তোমরা সত্যবাদিতাকে আঁকড়ে ধরো। কেননা, সত্যবাদিতা সততার সাথী। এই দুটিই জান্নাতে যাওয়ার উপকরণ। সাবধান, মিথ্যা বলো না। মিথ্যা পাপাচারের সাথী। আর এই দুটিই (মিথ্যা ও পাপাচার) জাহান্নামে যাওয়ার উপকরণ। আল্লাহর কাছে সুস্থতা চাও। কেননা, কোনো ব্যক্তি ঈমানের পরে সুস্থতার চেয়ে ভালো কোনো নিয়ামত লাভ করেনি। তারপর বললেন, তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ো না। একে অপরের পেছনে লেগো না। হিংসা ও বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও।’
Ñ মুসনাদে আহমাদ-১৭


আরো সংবাদ



premium cement