২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

রাকিবুল ইসলাম : চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কী বলে?
শায়খ আহমাদুল্লাহ : চিরকুমার থাকাটা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয়। এটাই ইসলামিক স্কলারদের মত। আল্লাহ স্বাভাবিক অবস্থায় আমাদের বিয়ে করতে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরও তাদের অধীনস্থদের বিয়ে দেয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন। রাসূল সা: বলেন, ‘হে যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বিয়ে করে’ (বুখারি ও মুসলিম)। সুতরাং বিয়ে না করে আপনি নফল ইবাদত বেশি করার চেয়ে নফল ইবাদত একটু কম হলেও বিয়ে করাটাই উত্তম। কারণ বিয়ে সুন্নতে মুয়াক্কাদা। এ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে বিয়ে না করে আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তখন এটি ফরজ বা ওয়াজিব হয়ে যায়। তাই চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। নবী ইয়াহইয়া আ: ছাড়া সব নবী-রাসূল বিয়ে করেছেন। পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করেছেন। সাহাবিরা একবার আলোচনা করছিলেন, আমরা সংসারজীবন বাদ দিয়ে শুধু আল্লøাহর ইবাদত করব। তখন নবী সা: বলেছিলেন, ‘আমার পরিবার আছে, আমি বিয়ে করি।’ রাসূল সা: চিরকুমার থাকতে নিরুৎসাহিত করেছেন। তবে কেউ বিয়ে না করে গুনাহমুক্ত জীবনযাপন করলে বিয়ে না করার জন্য কোনো গুনাহ হবে না। অনেক ওলামায়ে কেরাম বা নেককার মানুষ আছেন যারা বিয়ে করেননি।


আরো সংবাদ



premium cement