২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

পপি আখতার: সাপ দেখলে মারতে হয় কেন?
মাওলানা লিয়াকত আলী : বিষধর সাপ মানুষের শত্রু। তাই তা মারা জায়েজ। রাসূলুল্লাহ সা: ইরশাদ করেছেন, কষ্টদায়ক কালো রঙের সাপ ও বিচ্ছুকে তোমরা নামাজরত অবস্থায়ও হত্যা করবে। ইবনে উমার রা: হতে বর্ণিত। তিনি নবী সা:কে মিম্বরের ওপর ভাষণ দানের সময় বলতে শুনেছেন, সাপ মেরে ফেল। বিশেষ করে মেরে ফেল ওই সাপ, যার মাথার ওপর দুটো সাদা রেখা আছে এবং লেজ কাটা সাপ। কারণ এই দুই প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়।


আরো সংবাদ



premium cement