১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

হাদিসের প্রতি সম্মান প্রদর্শন
আল-মিকদাম ইবনু মাদীকারিব আল-কিনদী রা: হতে বর্ণিত। রাসূলুল্লাহ সা: বলেন : অচিরেই কোনো ব্যক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল মানব এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম মানব। মহানবী সা: বলেন, সাবধান! নিশ্চয় রাসূলুল্লাহ সা: যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ।
Ñতিরমিজি ২৬৬৪, আবু দাঊদ ৪৬০৪, দারিমি ৫৮৬

 


আরো সংবাদ



premium cement