২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

আহমদ সুলতান : যারা জামাতে ইমামের পেছনে সালাত আদায় করেন, কিন্তু শ্রবণশক্তির দুর্বলতার কারণে ইমামের কিরাত শুনতে পারেন না, তাদের সালাতের কোনো ক্ষতি হবে কি?

মাওলানা লিয়াকত আলী : শ্রবণশক্তির দুর্বলতার কারণে ইমামের কিরাত শুনতে না পারলে সালাতের কোনোই ক্ষতি হবে না। কেননা, এ ক্ষেত্রে ওই মুক্তাদির নিজের ত্রুটি বা অপরাধ নেই। আর আল্লাহ তায়ালা কাউকে তার সাধ্যের বাইরে দায় আরোপ করেন না। তাই এমন মুক্তাদির করণীয় হলোÑ কিয়াম, রুকু, সিজদা, বৈঠক ও সালাম ফেরানোয় ইমামের অনুসরণ করা এবং তাকবির, তাসবিহ, তাশাহুদ, দোয়া ইত্যাদি পাঠ করা। তার পক্ষে এতটুকুই সম্ভব। সুতরাং এতটুকুই তার দায়িত্ব।


আরো সংবাদ



premium cement