২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জীবনের জন্য টিপস

-

এক. কারো সম্পর্কে তিক্ত হয়ে আপনার দোয়া বন্ধ করবেন না। আপনার হৃদয়ে কৃতজ্ঞতাকে জীবিত রাখুন। সর্বোপরি আপনি যা চেয়েছিলেন সর্বশক্তিমান তা থেকে আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন; পথে রয়েছে আরো কিছু । এর স্বীকৃতি দিন কারণ তিনি যেকোনো সময় তা কেড়ে নিতে পারেন। কৃতজ্ঞ থাকলে যা আছে তা আরো বাড়বে!
দুই. জীবন সংক্ষিপ্ত এবং তা হতে পারে অপ্রত্যাশিত। আপনার এটি উপলব্ধি করা দরকার এবং এটি করার পরে আপনি নিজের জন্য যে অযৌক্তিক চাপ তৈরি করছেন, তা অনেকটা অবশেষে ছেড়ে যাবে। সব নাটক ছেড়ে দেয়া, ক্ষোভ পরিত্যাগ করা এবং আপনার জীবনে যা আছে তাকে মূল্য দেয়া সহজ হয়ে যাবে!
তিন. সর্বশক্তিমান। যখন আমরা সমস্যার মুখোমুখি হই এবং কোনো উপায় নেই ভেবে দ্রুত হতাশ বা মনভাঙা হয়ে পড়ি তখন আমাদের সর্বাবস্থায় ক্ষমা করুন। আমরা ভুলে যাই যে আপনি আমাদের কখনোই হতাশ করেননি। আমাদের পথে যাই আসুক না কেন, আমরা যেন আপনার ওপর আস্থা রাখি। আমরা জানি, আপনি সবসময় আমাদের দেখেন!


আরো সংবাদ



premium cement