২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

আহমদ সৈয়দ : কোনো ব্যক্তিকে অপরাধী মনে করে আল্লøাহর কাছে প্রার্থনা করার পর সে ব্যক্তি যদি আসলে সে জন্য অপরাধী না হয়ে থাকে, তাহলে তার ওপর বিপদ-আপদ বা কোনো শাস্তি আসবে কি?
মাওলানা লিয়াকত আলী : মহানবী সা: ইরশাদ করেছেন, ‘যদি কাউকে অভিশাপ দেয়া হয় অথচ সে ওই অভিশাপের পাত্র না হয়, তাহলে অভিশাপটি ফিরে আসে অভিশাপকারীর প্রতি। এ থেকে অনুমান করা যায়, কাউকে অপরাধী মনে করে তার জন্য বদদোয়া করা হলে সে যদি সত্যিই অপরাধী না হয়, তাহলে বদদোয়াকারীর প্রতিই বিপদ আসতে পারে। আর নিরপরাধ ব্যক্তির ওপর ওই বদদোয়ার কোনো প্রভাব পড়বে না। এ জন্য কারো প্রতি বদদোয়া করার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত।

 


আরো সংবাদ



premium cement