২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জীবনের জন্য টিপস

-

এক. আপনি এই মুহূর্তে আপনার জীবনের একটি খারাপ অধ্যায়ে রয়েছেন। মানে এই নয় যে, এ অবস্থাটি চিরকাল থাকবে। স্বস্তি, স্বাচ্ছন্দ্য আসবে। ভালো এবং আরো কল্যাণকর অধ্যায়গুলো আপনার জন্য অপেক্ষা করছে। এটি বিশ্বাস করুন! এই যাত্রায় আস্থা রাখুন। আপনার লড়াইয়ের কোনো কিছুই কখনো অপচয় হয় না। এর সব কিছু আপনার মঙ্গলের জন্য কাজ করছে। উৎসাহকে লালন করুন!
দুই. শারীরিক সৌন্দর্যে আচ্ছন্ন এই পৃথিবীতে মনে রাখবেন, আত্মার পবিত্রতাই হলো গুরুত্বপূর্ণ। এ ধরনের আত্মার লোকেরা সেরা ডিজাইনের পোশাক এবং গয়না সজ্জিতদের চেয়ে আরো বেশি মার্জিত এবং সুন্দর। এ ধরনের লোকদের লালন করুন, কারণ তারাই হলেন সৌন্দর্যের আসল প্রকাশ।
তিন. আরো বেশি কৃতজ্ঞ হতে শিখুন। আপনার যা আছে, আপনার প্রতি যে আশীর্বাদ, আপনার যে প্রিয় মানুষ, আপনাকে যে সুযোগগুলো দেয়া হয়েছে, সে দিকে মনোনিবেশ করুন। যারা কৃতজ্ঞ তাদের ভালোবাসেন সর্বশক্তিমান। তিনি তাদের অভাবনীয়ভাবে পুরস্কৃত করেন। আপনি তাদের মধ্যে একজন হতে পারেন। কৃতজ্ঞতাকে জীবনের একটি পথ বানান। এটিকে মূর্তিমান করুন।

 

 


আরো সংবাদ



premium cement