২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জীবনের জন্য টিপস

-

এক. মনে রাখবেন, সুখী হওয়ার জন্য আপনার অন্য মানুষের অনুমোদনের দরকার নেই। তাদের যদি আপনার সাথে সমস্যা থাকে তবে তা আপনার সম্পর্কে নয়, এটি তাদের নিরাপত্তাহীনতার বিষয়। শুধু নিশ্চিত হোন যে, আপনি কাউকে আঘাত করেননি। আপনাকে কারো কাছে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। এসবকে যেতে দিন আর কেবল সর্বশক্তিমানের কাছ থেকে আপনার অনুমোদনের সন্ধান করুন।
দুই. এটা আমাদের সবার মধ্যেই ঘটে। আমাদের সময়কে আরো ভালোভাবে ব্যবহার না করার অপরাধবোধ। তবে সর্বশক্তিমান পরম ক্ষমাশীল, করুণাময়। তিনি আমাদের একের পর এক অনুস্মারক পাঠান। তিনি পরম ধৈর্যশীল। তিনি কখনো আমাদের ব্যাপারে হাল ছেড়ে দেন না। তাহলে আমরা কেন নিজেকে ছেড়ে দেবো? এটি করবেন না! ট্র্যাক ফিরে পেতে আরো কিছুটা অধ্যবসায়ী হোন।
তিন. আপনি যখন অন্যকে ভালো করতে এবং আপাতদৃষ্টিতে ভালো জীবনযাপন করতে দেখেন, তখন নিরুৎসাহিত হওয়া সহজ এবং মনে হতে পারে যে, আপনার জীবন বদলাচ্ছে না। প্রত্যেকের জীবনেই সংগ্রাম রয়েছে, প্রত্যেকেরই হতাশা রয়েছে, তবে আপনি যদি সর্বশক্তিমানের ভালো চিন্তা করেন তবে তিনি আপনাকে প্রচুর কৃপা করবেন।


আরো সংবাদ



premium cement