২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

আবদুর রহমান : অতি বার্ধক্যের কারণে আমার বাবা সূরা-কেরাত সবকিছু ভুলে গেছেন। কখন নামাজের সময় সেটিও বুঝতে পারেন না। ছেলেমেয়েদেরও প্রায়ই চিনতে পারেন না। তার নামাজের ব্যাপারে ফায়সালা কী?
মাওলানা লিয়াকত আলী : এ ধরনের ব্যক্তি শরিয়তের হুকুম পালনের বাধ্যবাধকতার ঊর্ধ্বে চলে গেছেন। সুতরাং তিনি যতটুকু পারেন ততটুকু করলেই চলবে। কারণ একজন মানুষ যখন অতি বার্ধক্যের কারণে কিংবা কোনো ব্যাধির কারণে স্মৃতিশক্তি ও বোধশক্তি হারিয়ে ফেলেন এবং স্বাভাবিক জীবনযাপনে অপারগ হয়ে যান, তখন তার ওপর থেকে শরিয়তের হুকুম উঠে যায়।

 


আরো সংবাদ



premium cement