২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাদিসের কথা

-

বিরক্তি এড়ানো
আবু ওয়ায়েল শাকিক ইবনে সালামা থেকে বর্ণিত- তিনি বলেন, ইবনে মাসাউদ রা: প্রতি বৃহস্পতিবারে আমাদেরকে নসিহত শোনাতেন। একটি লোক তাঁকে নিবেদন করল, ‘হে আবু আবদুুর রহমান! আমার বাসনা এই যে, আপনি আমাদেরকে যদি প্রতিদিন নসিহত শোনাতেন (তো ভালো হতো)।’ তিনি বললেন, ‘স্মরণে রাখবে, আমাকে এতে বাধা দিচ্ছে এই যে, আমি তোমাদেরকে বিরক্ত করতে অপছন্দ করি। আমি নসিহতের ব্যাপারে তোমাদের প্রতি ঠিক ওইভাবে লক্ষ রাখছি, যেভাবে রাসূলুল্লাহ সা: আমাদের বিরক্ত হওয়ার আশঙ্কায় ওই বিষয়ে আমাদের প্রতি লক্ষ রাখতেন।’ (অর্থাৎ মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনমাফিক নসিহত শোনাতেন)।
-বুখারি-৬৮, মুসলিম-২৮২১, তিরমিজি-২৮৫৫, আহমাদ-৩৫৭১


আরো সংবাদ



premium cement