২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জীবনের জন্য টিপস

-

এক.  আপনার যদি বলার মতো ভালো কিছু না থাকে তবে চুপ করে থাকুন। প্রতিবার কথা বলার জন্য মুখ খুলে, আপনি অন্যকে আপনার মনের অবস্থা এবং আপনার অন্তরে কী আছে তা জানতে দিচ্ছেন। যদি আপনার অন্তর তিক্ততায় ভরে যায় তবে তা আপনার কথায় প্রকাশিত হবে। আপনার ভিতরে কী চলছে সে সম্পর্কে সচেতন হন!

দুই.  বিশ্বাস একটি সুন্দর বিষয়। এটিকে সাথে নিয়ে চলার জন্য আপনাকে পুরো পথটিই দেখতে হবে এমন না। আপনার যাত্রায় সময় নিন। সর্বশক্তিমান আপনাকে যা দিয়েছেন, তার সমস্ত প্রশংসা করুন। চলতে থাকুন সেটি যদি শিশুর পদক্ষেপের মতো ধীরও হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিক হতে হবে। আপনি অবশেষে গন্তব্য সেখানে পাবেন!

 


আরো সংবাদ



premium cement