১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

লজ্জা

-


লজ্জা আমার শ্রেষ্ঠ রতন মূল ঈমানের অঙ্গ
লজ্জাবিহীন মানুষগুলোর সব কিছু হয় ভঙ্গ।
ঈমানটাকে পূর্ণ করে সঠিক মনের লজ্জা
লজ্জা সেতো ঈমানদারের খুব দামি এক সজ্জা।

লজ্জা এবং দীপ্ত ঈমান এক সুতোতে গাঁথা
লজ্জা ছাড়া ঈমান যেন দেহ ছাড়া মাথা!
দেহ ছাড়া মাথা যেমন দেখায় বড্ড লাজের
লজ্জা ছাড়া ঈমান তেমন হয় না কোনো কাজের!

লজ্জা ছাড়া হয় না কভু দীপ্ত ঈমান অর্জন
লজ্জাবিহীন অন্তরে দেয় ভ্রান্ত কাজের গর্জন!
রবের লজ্জায় পূর্ণ ঈমান সজ্জিত হয় দ্বীন
লাজের বাঁশি দ্বীনের ঘরে বাজায় মধুর বীণ।

লজ্জা ছাড়া আমরা সবাই হই যে পশুতুল্য
লজ্জা ছাড়া দু’জগতে নেই তো কারো মূল্য।
রবের লজ্জায় বাতিল করি মন্দ সকল কর্ম
লজ্জাবোধে সাচ্চা করি আমার সেরা ধর্ম।


আরো সংবাদ



premium cement