২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

-

এক. এখন প্রতিটি ক্ষণ এবং এরপর, থামুন। আপনার জীবনের হিসাব নিন। আপনি কি আপনার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট? কোন ক্ষেত্রের কী উন্নতি প্রয়োজন? এগিয়ে যাওয়ার আগে থামতে পারা, পুনঃশক্তি অর্জন এবং সংহত হতে সক্ষম হওয়া একটি আশীর্বাদ। কাউকে এমন সুযোগ দেবেন না যা আপনার মধ্যে খারাপ অনুভব তৈরি করে!
দুই. মানুষ প্রায়ই অকৃতজ্ঞ হয়; সবসময় কি কি ঠিক হচ্ছে না তার দিকে মনোনিবেশ করে। কেন? আমাদের এমন অনেক কিছুই আছে যার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানানো প্রয়োজন, এরপরও আমরা ‘আমার কি কি অভাব রয়েছে সেই বোধে!’ আটকে আছি। এই মানসিকতার পরিবর্তন ঘটান। তাঁর পর্যাপ্ত আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কৃতজ্ঞতাই হলো মূল! জীবনের জন্য টিপস।
তিন. সর্বশক্তিমান। আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তার মধ্যে আমাদের সান্ত¡না দিন। আমাদের পাশ দিয়ে আসা ঝড়ো আবহাওয়ায় শক্তি এবং স্থিতিস্থাপকতা দিন। আমরা জানি আপনি আমাদের সাথে আছেন আর যদিও আমরা মাঝে মধ্যে হতবিহ্বল হই, আমরা আশা হারাই না। আপনার ওপর আমাদের সম্পূর্ণ ভরসা রাখার সাথে সাথে আমাদের সব অবস্থায় সন্তুষ্ট এবং নম্র রাখুন!

 


আরো সংবাদ



premium cement