২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

নূর মোহাম্মদ : শুনেছি আসর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কিছু না খেলে নাকি এটা রোজার ছওয়াব পাওয়া যায়। এটা কি সত্য?
মাওলানা লিয়াকত আলী : এ কথার কোনো ভিত্তি নেই। এতটুকু সময় না খেয়ে থাকলে রোজার ছওয়াব পাওয়া যাবেÑ এ মর্মে কোনো হাদিস আমাদের নজরে পড়েনি। তা ছাড়া রোজা না রাখলে যেকোনো সময় খাওয়া দাওয়ার অনুমতি রয়েছে। তবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে অবস্থান করে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ায় মশগুল থাকা খুবই প্রশংসনীয় কাজ। বিশেষ করে জুমার দিনে এই সময়টুকুতে দোয়া কবুল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে হাদিসে ইশারা পাওয়া যায়। তাই পার্থিব জরুরি ব্যস্ততা না থাকলে এই সম্ভাবনার সুযোগ কাজে লাগানো উচিত। অবশ্য সদুদ্দেশ্যে পার্থিব ব্যস্ততায় মশগুল থাকা এবং ধর্মীয় কাজ ও দায়িত্ব পালনে নিয়োজিত থাকার সওয়াব কিছুতেই কম হবে না।


আরো সংবাদ



premium cement

সকল