২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

-

এক. মনের মধ্যে তিক্ততা রাখবেন না। এটি আপনার অন্তরকে কুঁকড়ে খাবে এবং আপনাকে ক্লান্ত করবে। এ জাতীয় অনুভূতি ছেড়ে সামনে এগিয়ে চলুন। এটি বাস্তবে করার চেয়ে বলা সহজ কিন্তু এটি করতে পারলে আপনি কৃতজ্ঞ হবেন। কারণ আপনার অন্তরের ক্ষমাহীনতা আপনাকে ক্ষতিগ্রস্তকারী ব্যক্তির চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন করবে!
দুই. আপনি এখন ঠিক এমন জায়গায় রয়েছেন যেখানে থাকতে আপনি চাইছেন না, তবে জেনে রাখুন যে, এটি আপনার জীবন যাত্রার একটি অংশ। পরবর্তী স্তরে যাওয়ার আগে আপনাকে এটি পার হতে হবে। এটি সর্বশক্তিমানের পরিকল্পনার অংশ। অতএব কোনো কিছুই স্থায়ী হয় না জেনে আপনার যাত্রাকে গ্রহণ করে নিন। ধৈর্য ধারণ করুন! তাঁর ওপর আস্থা রাখুন!
তিন. সর্বশক্তিমান, এই মুহূর্তে বিশ্বের সঙ্কটের মধ্যে, আমাদের মানসিক প্রশান্তি দিন এবং প্রতিদিন যে উদ্বেগ ও চাপের মুখোমুখি হচ্ছি তা থেকে আমাদের মুক্তি দিন। সর্বোত্তম কাজটি করতে আমাদের মনের স্বচ্ছতা দিন। আমাদের জীবনের সেই পথটিতে পরিচালনা করুন যা বিভিন্ন বাধার মধ্য দিয়ে প্রশস্ত হয়। আমাদের অন্তরে শান্তির রাজত্ব কায়েম করে দিন!

 


আরো সংবাদ



premium cement