২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

-

এক. আপনার চার পাশে যা কিছু ঘটে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে আপনার অভ্যন্তরে যা ঘটে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন! আসলে, আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে হবে নতুবা এটি আপনার শান্তি নষ্ট করবে। আপনাকে কেন্দ্রীভূত হতে হবে, মনোনিবেশ করতে হবে এবং একমননিবিষ্ট হতে হবে, যাতে আপনি সর্বশক্তিমানের সাহায্যে যেকোনো ঝড়ো আবহাওয়াকে মোকাবেলা করতে পারেন।
দুই. শুধু মাঝে মধ্যে নয়, প্রতিদিনই কৃতজ্ঞ হন। কোনো কিছুকেই নিশ্চিত হিসেবে গ্রহণ করবেন না। সর্বশক্তিমান যেটি দেন, তিনি সেটি কেড়েও নিতে পারেন। আপনার যা কিছু আছে তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করবেন না। সোশ্যাল মিডিয়াতে কাউকে ‘নিখুঁত’ দেখা যেতে পারে তবে তাদের সবারই বাস্তব জীবনে সমস্যা রয়েছে।
তিন. সর্বশক্তিমানের পরিকল্পনাটি বুঝুন। তিনি আপনার চরিত্র পরীক্ষা করতে যাচ্ছেন। আপনি কি আপনার বিশ্বাসের কথা শুধুই মুখে বলছেন? তিনি বিভিন্নরূপে চ্যালেঞ্জ প্রেরণ করবেন। আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার চার পাশের লোক যাদের সাথে আপনি মেশেন ইত্যাদি দিয়ে। তিনি আপনার অন্তরকে দেখবেন। যদি আন্তরিক হন তবে আপনি সফল হবেন!


আরো সংবাদ



premium cement