১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

-

এক. সর্বশক্তিমান, আমরা তোমার কাছে একটি পরিশুদ্ধ আত্মার প্রার্থনা করি। যা সকল প্রকার ক্ষোভ, বিদ্বেষ ও সব ধরনের খারাপী থেকে মুক্ত। আমাদের মধ্যে সমবেদনা বাঁচিয়ে রাখুন। অন্যকে আন্দাজ করা থেকে আমাদের বিরত রাখুন যেমনিভাবে আমরা তাদের পায়ে হাঁটি না। আমাদের আত্মাকে সহজ রাখুন; আপনার সিদ্ধান্তে আমাদের খুশি রাখুন। আমরা সর্বদা আপনার করুণা কামনা করি।
দুই. জীবনকে হতাশায় ছেড়ে দেবেন না। তার জন্য আপনি যা করছেন সেটির জন্য সবাই প্রশংসা করে না। হতাশ হবেন না, কারণ তারা ছাড়াও অনেক কৃতজ্ঞ লোক আছে। আপনাকে শুধু এটা খুঁজে বের করতে হবে যে, কারা মূল্যবান আর কারা আপনাকে নিছক ব্যবহার করছে। আপনার শক্তি সেখানে ব্যয় করুন যা সর্বশক্তিমানকে সন্তুষ্ট করে।
তিন. প্রতিদিন সকালে মহান আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানাতে হবে। কারণ কেউ কি জানে যে একেকটি নতুন দিন কী নিয়ে আসে। আমাদের জীবনে যা চলছে তা বিবেচনা না করে, কৃতজ্ঞতা প্রকাশ করুন। একটি নতুন দিন একটি উপহার, তাঁর কাছ থেকে একটি আশীর্বাদ। সবাই তা পায় না। কারো কারো কাছে আজকের দিনের জন্য বিশাল পরিকল্পনা ছিল কিন্তু তিনি জাগ্রত হননি। সুতরাং তাঁকে ধন্যবাদ জানান!


আরো সংবাদ



premium cement