২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আল কুরআনের বাণী

-

মৃত্যুর আগেই আল্লাহর রাস্তায় খরচ
হে ওই সব লোক, যারা ঈমান এনেছ! তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদের আল্লাহর জিকর থেকে গাফেল করে না দেয়। যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের যে রিজক দিয়েছি, তোমাদের কারো মৃত্যু আসার আগেই তা থেকে তোমরা খরচ করো। মৃত্যুর সময় সে বলে, ‘হে আমার রব! আমাকে কেন আরেকটু সময় দিলে না, তাহলে আমি দান করতাম ও নেক লোকদের মধ্যে শামিল হতাম।’ অথচ যখন কারো (কাজ করার) সময় পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ কখনো কোনো লোককে আর সময় দেন না। আর তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন। [সূরা মুনাফিকুন : ৯-১১]


আরো সংবাদ



premium cement