১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : দোয়া কবুলের শর্ত কী? দোয়া করলেই কি কবুল হয়ে যাবে?

শায়খ আহমাদুল্লাহ : দোয়া করলেই কবুল হয়ে যাবে; এমন কথা বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব।’ রাসূল সা: এর ব্যাখ্যায় বলেছেন, একজন লোকের দেহ যদি হারাম উপার্জন দিয়ে গঠিত হয়; কিভাবে তার দোয়া কবুল হবে? সুতরাং দোয়া কবুলের কিছু শর্ত অবশ্যই আছে। ব্যক্তির উপার্জন হালাল হতে হবে। দোয়ার সময় মনোযোগ আল্লাহর দিকে দিতে হবে। শিরক থেকে মুক্ত থাকা ইত্যাদি দোয়া কবুলের পূর্বশর্ত।
সূত্র : আস-সুন্নাহ ফাউন্ডেশন

 


আরো সংবাদ



premium cement