০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল কুরআনের বাণী

-

বিপদ বা শেষ সময় এসে পড়লে আল্লাহকেই ডাকা হয়
এদেরকে বলো, একটু ভেবেচিন্তে বলো তো দেখি, যদি তোমাদের ওপর কখনো আল্ল­াহর পক্ষ থেকে কোনো বড় রকমের বিপদ এসে পড়ে অথবা শেষ সময় এসে যায়, তাহলে সে সময় কি তোমরা আল্ল­াহ ছাড়া আর কাউকে ডাকো? বলো, যদি তোমরা সত্যবাদী হও। তখন তোমরা একমাত্র আল্লাহকেই ডেকে থাকো। তারপর তিনি চাইলে তোমাদের সেই বিপদমুক্ত করেন। যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করতে তাদের কথা এ সময় একদম ভুলে গিয়ে থাকো।
-সূরা আল-আনয়াম, আয়াত : ৪০-৪১


আরো সংবাদ



premium cement