১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

-

রাজধানীর কদমতলী এলাকায় গতকাল রাতে মাহবুব আলম (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ধানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহবুব আলম কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

মাহবুব আলমের ভাই রফিকুল আলম জানান, রাত সোয়া ১০টার দিকে ধানিয়া এলাকার পাটেরবাগ জমিদার গলি দিয়ে বাসায় যাওয়ার পথে মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement