১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। ঘটেছে। এতে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) চট্টগ্রাম যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে মাইক্রোবাসে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙে অগ্নিদগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সা‌র্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement