গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় কৃষক নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৭ জুলাই ২০২৪, ২০:০১
গাজীপুরে কালীগঞ্জের বাজারে ধনেপাতা বিক্রি করতে যাওয়ার সময় সাইকেল আরোহী এক কৃষক কাভারভ্যানের চাপায় নিহত হয়েছেন।
রোববার গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম চাঁন মিয়া (৬০)। তিনি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন ও স্থানীয়রা জানান, রোববার সকালে বাড়ির পাশে আওড়াখালি বাজারে ধনেপাতা বিক্রির জন্য বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন কৃষক চান মিয়া। পথে মৈশাইর ব্রিজের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান কৃষক চাঁন মিয়া।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।