টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি
- টাঙ্গাইল প্রতিনিধি
- ০৭ জুলাই ২০২৪, ১৯:৫৭
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানির তোড়ে নদী তীরবর্তী বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ভেঙে নদীর পানি তীব্র গতিতে লোকালয়ে প্রবেশ করছে।
প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (৭ জুলাই) সকাল ৯টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলার সব নদীর পানিই বৃদ্ধি পেয়েছে।
ঝিনাই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে আট সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ছয় সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে সাত সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা